৪৬তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ান হয়েছে জগন্নাথপুর উপজেলা। বৃহস্পতিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত টুর্ণামেন্টে জগন্নাথপুরের হয়ে প্রতিনিধিত্ব করে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া পল্লবী আর্দশ উচ্চ বিদ্যালয়।প্রতিষ্ঠানটির খেলোয়াড়রা বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা ষ্টেডিয়ামে ফাইনাল খেলায় দোয়ারাবাজার উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম ।বিজয়ী দলকে আগামী যাত্রার শুভ কামনা করে সবধরনের সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলার ইউএনও মুহাম্মদ মাসুম বিল্লাহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস