Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন সমাজসেবা অফিস
বিস্তারিত

ইউনিয়ন সমাজ সেবা অফিস মূলত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান।

এটি সমাজকল্যান মন্ত্রনালয়ের উপজেলা সমাজ সেবা অফিসের অধীনে প্রতি ইউনিয়নে একজন ইউনিয়ন সমাজকর্মী দ্বারা যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।

                                                                                                                                                          

প্রকল্পসমূহ

বিভিন্ন ভাতা প্রদান কর্মসূচী চালু রয়েছে। 

ভাতাগুলো হলো

১। বিধবা ভাতা

২। মুক্তিযোদ্ধা ভাতা

৩। বয়স্ক ভাতা

৪। প্রতিবন্ধী ভাতা

৫। প্রতিবন্ধী ছাত্রছাত্রী ভাতা

label.column.field_office_cism

ক্রঃ নং

সেবার নাম

কিভাবে পাবেন

মন্তব্য

বয়স্ক ভাতা

ওয়ার্ড কমিটি হতে সুপারিশের প্রেক্ষিতে উপজেলা/শহর বাস্তবায়ন কমিটির অনুমোদন স্বাপেক্ষে উপজেলা/শহর সমাজ সেবা অফিসের মাধ্যমে বয়স্ক ভাতা প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ্য মহিলা ভাতা

ওয়ার্ড কমিটি হতে সুপারিশের প্রেক্ষিতে উপজেলা/শহর বাস্তবায়ন কমিটির অনুমোদন স্বাপেক্ষে উপজেলা/শহর সমাজ সেবা অফিসের মাধ্যমে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ্য মহিলা ভাতা প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা

ওয়ার্ড কমিটি হতে সুপারিশের প্রেক্ষিতে উপজেলা/শহর বাস্তবায়ন কমিটির অনুমোদন স্বাপেক্ষে উপজেলা/শহর সমাজ সেবা অফিসের মাধ্যমে অস্বচ্ছর প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

নির্ধারিত ফরমে আবেদনের প্রেক্ষিতে উপজেলা/শহর বাস্তবায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদন স্বাপেক্ষে মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতা প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংশিস্নষ্ট বিদ্যালয়ের মাধ্যমে আবেদনসহ প্রধান শিক্ষকের সুপারিশের প্রেক্ষিতে উপজেলা/শহর বাস্তবায়ন কমিটির অনুমোদনের পর উপজেলা/শহর সমাজ সেবা অফিসের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

এতিম নিবাসীদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদান।

সমাজ সেবা অধিদফতর হতে নিবন্ধীকৃত বে-সরকারী এতিমখানা ও লিল্লাহ বোডিং এ বসবাসকারী এতিম নিবাসীদে জন্য সংশিস্নষ্ট এতিমখানা হতে আবেদনের প্রেক্ষিতে উপজেলা/শহর সমাজ সেবা অফিস হতে সুপারিশ ও জেলা সমাজ সেবা কার্যালয় হতে সুপারিশের প্রেক্ষিতে অধিদফতর হতে নির্ধারিত সংখ্যক নিবাসীদের জন্য বরাদ্দ স্বাপেক্ষে উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে প্রদান করা হয় ।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

ক্ষুদ্র ঋণ কার্যক্রম

( আর,এস, এস)

সংশিস্নষ্ট গ্রাম জরিপ করতঃ ক,খ ও গ শ্রেনী বিন্যাস করিয়া ক ও খ শ্রেনী ভূক্ত ১৮ বছর হতে ৪৫ বছর বয়সী পুরুষ ও মহিলাদের নিয়ে দল গঠন করে গ্রাম কমিটির মাধ্যমে স্কীম প্রস্ত্তত পূর্বক উপজেলা কমিটির অনুমোদন স্বাপেক্ষে উপজেলা/শহর সমাজ সেবা অফিস হতে ১০% সার্ভিস চার্জ এর শর্ত স্বাপেক্ষে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

মার্তৃকেন্দ্রের সদস্যদের ক্ষুদ্রঋণ প্রদান

সংশ্লিষ্ট গ্রাম জরিপ করতঃ ক,খ ও গ শ্রেনী বিন্যাস করিয়া ক ও খ শ্রেনী ভূক্ত ১৮ বছর হতে ৪৫ বছর বয়সী পুরুষ ও মহিলাদের নিয়ে দল গঠন করে গ্রাম কমিটির মাধ্যমে স্কীম প্রস্ত্তত পূর্বক উপজেলা/শহর কমিটির অনুমোদন স্বাপেক্ষে উপজেলা/শহর সমাজ সেবা অফিস হতে ১০% সার্ভিস চার্জ এর শর্ত স্বাপেক্ষে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ঋণদান

কার্য প্রতিবন্ধী ব্যক্তি ও অক্ষম প্রতিবন্ধীর লিগ্যাল অভিভাবকর ও এসিডদগ্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী কর্তৃক যাচাই-বাছাই ও সুপারিশের পর উপজেলা/শহর বাস্তবায়ন কমিটির মাধ্যমে অনুমোদনের ভিত্তিতে ৫% সার্ভিস চার্জ এর শর্ত মোতাবেক ঋণ প্রদান করা হয়।

সরকারী বরাদ্দের শর্ত স্বাপেক্ষে

১০

স্বেচ্ছাসেবী সংস্থা সমূহকে রেজিষ্ট্রেশন প্রদান ও মনিটরিং

স্বেচ্ছাসেবী সংস্থার পর হতে আবেদনের প্রেক্ষিতে উপজেলা/শহর সমাজ সেবা অফিস হতে সুপারিশের ভিত্তিতে জেলা সমাজ সেবা কার্যালয় হতে নিবন্ধন প্রদান করা হয়। পরবর্তীতে উপজেলা সমাজ সেবা অফিস এর মাধ্যমে মনিটরিং করা হয়।

----

 

সিটিজেন চার্টার

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

সেবা সমূহ

সেবা প্রাপ্তির স্থান

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা

পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুদমুক্ত ঋণ প্রদান।

পাইলগাঁও ইউনিয়ন

পল্লী এলাকার দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠী

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

           

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম।

পাইলগাঁও ইউনিয়ন

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

           

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ।

লক্ষ্যভূক্ত গ্রাম

লক্ষ্যভূক্ত পরিবারের সদস্য

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

           

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

আশ্রয়ণ/ আবাসন কার্যক্রম।

নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্র

নির্ধারিত আশ্রয়ণ/আবাসন কেন্দ্রের সমিতির সদস্য

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার,

           

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

বয়স্ক ভাতা।

পাইলগাঁও ইউনিয়নন

৬৫ বৎসর ও তদুর্ধ দুঃস্থ এবং অসচ্ছল পুরুষ ও মহিলা

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার,

           

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা।

পাইলগাঁও ইউনিয়ন

৩০ বৎসরের উর্ধে সকল ধরনের অসচ্ছল প্রতিবন্ধী পুরুষ ও মহিলা

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার,

           

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান।

উপজেলা সমাজসেবা অফিস

সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার

প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি।

উপজেলা সমাজসেবা অফিস

বিদ্যালয়ে অধ্যয়ণরত সকল স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থী

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার,

           

ইউনিয়ন সমাজকর্মী,কারিগরী প্রশিক্ষক

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম।

পাইলগাঁও ইউনিয়ন

অসচ্ছল মুক্তিযোদ্ধা

৩ মাস পরপর

উপজেলা সমাজসেবা অফিসার

বেসরকারী (এতিম প্রতিপালন) এতিমখানার ক্যাপিটেশন  গ্র্যান্ট প্রদান।

পাইলগাঁও ইউনিয়ন

বেসরকারী এতিমখানায় ৫ থেকে ১৮ বছর বয়সী পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও তত্ত্বাবধান।

উপজেলা সমাজসেবা অফিস

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক কার্যক্রমে

           

আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান,

           

ক্লাব,সংস্থা,সমিতি ইত্যাদি

চলমান কার্যক্রম

উপজেলা সমাজসেবা অফিসার

সাধারণ তথ্য


স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান

সমাজসেবা অধিদফতর হতে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) ৪৬ নং অধ্যাদেশের আওতায় বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা/প্রতিষ্ঠান নিবন্ধন প্রদান করা হয়ে থাকে। অধ্যাদেশে অনুযায়ী নিম্ন বর্ণিত ১৫টি কার্যক্রম বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতর হতে নিবন্ধন প্রদান করা হয়:

শিশু কল্যাণ;

যুব কল্যাণ;

নারী কল্যাণ;

শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ;

পরিবার পরিকল্পনা;

কারামুক্ত কয়েদীদের কল্যাণ ও পুনর্বাসন;

নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্কদের শিক্ষা ব্যবস্থা;

সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখার উদ্দেশ্যে চিত্তবিনোদন কর্মসূচী;

কিশোর অপরাধীদের কল্যাণ;

ভিক্ষুক ও দুঃস্থদের কল্যাণ;

সামাজিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ;

রোগীদের কল্যাণ ও পুনর্বাসন;

বৃদ্ধ ও দৈহিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ;

সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণ;

সমাজকল্যাণ সংস্থাসমূহের সমন্বয় সাধন।


সেবা

  • স্বেচ্চাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনের নামকরণের ছাড়পত্র প্রদান;
  • স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারি এতিমখানা/ক্লাব/লাইব্রেরী/ ফাউন্ডেশনের নিবন্ধন প্রদান;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র, কার্যকরী পরিষদ অনুমোদন;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্যএলাকা একাধিক জেলায় সম্প্রসাণের অনুমোদন;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠসমূহের কার্যক্রম তদারকী;
  • ডুপ্লিকেট সনদপত্র প্রদান


কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ

সমাজসেবা অধিদফতরের কার্যক্রম শাখা এ কার্যক্রমটি বাস্তবায়ন করে থাকে। পরিচালক (কার্যক্রম) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের উপপরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে উপজেলা সমাজসেবা অফিসার ও শহর সমাজসেবা অফিসারগণ সংস্থার কার্যক্রম তদারকি করেন।


সেবাদান কেন্দ্র

  • নামের ছাড়পত্র, নিবন্ধন, কার্যকরী কমিটি অনুমোদন ইত্যাদি সেবার জন্য সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়;
  • সংশ্লিষ্ট জেলার বাইরে কার্য এলাকা সম্প্রসারণের জন্য সমাজসেবা অধিদফতরের সদর কার্যালয়;
  • অভিযোগ নিস্পত্তির জন্য সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় এবং সদর কার্যালয়।


প্রয়োজনীয় আইনবিধি  ডাউনলোড:


প্রয়োজনীয় গাইডলাইন ডাউনলোড:

  • গাইডলাইন


কার্যাবলি

  • স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনের নামকরণের ছাড়পত্র প্রদান;
  • আবেদনপত্র গ্রহণ;
  • উপযুক্ত তদন্ত কার্যক্রম পরিচালনা;
  • তদন্ত প্রতিবেদন প্রাপ্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
  • স্বেচছাসেবী সমাজকল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারি এতিমখানা/ক্লাব/লাইব্রেরী/ফাউন্ডেশনের নিবন্ধন;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র, কার্যকরী পরিষদ অনুমোদন;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্যএলাকা একাধিক জেলায় সম্প্রসারণ;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ;
  • নিবন্ধন প্রাপ্ত সংগঠসমূহের কার্যক্রম তদারকী।


নিবন্ধন প্রাপ্তির জন্য করণীয়

  • নামের ছাড়পত্র গ্রহণ;
  • নির্ধারিত ফমর-বি তে আবেদন পত্র প্রদান (যা সংশি­ষ্ট জেলা হতে সংগ্রহ করা যাবে);
  • আবেদনপত্রের সাথে ১-২৯৩১-০০০০- ১৮৩৬ খাতে ৫০০০/- টাকার ট্রেজারী চালান ও ৭৫০/- মূল্য সংযোজনে কর চালানের কপি সংযুক্তি;
  • আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র জমা দেয়া:
  • সভাপতি এবং সাধারণ সম্পাদকের সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি-প্রতিটি ২ কপি;
  • প্রাথমিক সাধারণ সভায় নাম নির্ধারণ সংক্রান্ত কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি-১ কপি;
  • বাংলায় সংস্থার গঠণতন্ত্র (প্রতি পৃষ্ঠায় সভাপতি /সাধারণ সম্পাদকের স্বাক্ষর সম্বলিত)- ৫ কপি;
  • গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত সভার কার্যবিররণীর সত্যায়িত অনুলিপি-১ কপি;
  • কার্যকরী পরিষদ গঠন সংক্রান্ত সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর যুক্ত নামের তালিকার সত্যায়িত অনুলিপি-১ কপি;
  • বর্ণিত কার্যবিবরনীসমূহের কার্যবিবরণী খাতায় লিপিবদ্ধ করে সকল সদস্যের স্বাক্ষরযুক্ত কার্যবিবরণীর সত্যায়িত ফটোকপি-১ কপি;
  • কার্যকরী পরিষদ সদস্যদের নাম, পদবী, পেশা, ঠিকানা (বর্তমান) ও নিজ স্বাক্ষরযুক্ত তালিকা-১ কপি;
  • কার্যকরী পরিষদ সদস্য তালিকার সাথে সভাপতি, সম্পাদক ও কোষাধক্ষের সত্যায়িত ছবি- প্রতি জনের ১ কপি;
  • সাধারণ সদস্যদের নাম, পিতা, মাতা, স্বামীর (প্রযোজ্য ক্ষেত্রে) নাম, পেশা, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং নিজ স্বাক্ষরযুক্ত তালিকা-১ কপি
  • একই পরিবার/পরষ্পর আত্মীয়-স্বজন নিয়ে কমিটি গঠন করা হয়নি মর্মে প্রত্যয়ন পত্র-১ কপি।
  • বর্তমান ও ভবিষ্যৎ কর্মসূচী (কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতিসহ) প্রতিটি ১ কপি;
  • সংস্থার নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণ ( ব্যাংক ম্যানেজার কর্তৃক প্রত্যয়ন পত্র) ১ কপি;
  • সংস্থার কার্যালয়ের নিজস্ব জমির দলিল/৩০০/- (তিনশত) টাকার ষ্টাম্পে অফিস ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি-১ কপি;
  • সংস্থার আসবাবপত্রের বিবরণী -১ কপি;
  • সংস্থার সাধারণ সভায় অনুমোদিত সম্ভাব্য বাজেট (আয়-ব্যয়ের)-১ কপি;
  • স্থানীয় ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সুপারিশ পত্র-১ কপি;
  • সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক সংস্থার সদস্যদের স্বাক্ষর সঠিক মর্মে অঙ্গিকার নামা-১ কপি;
  • সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক সমাজসেবা অধিদফতর ছাড়া কোন সংস্থার নিবন্ধন গ্রহণ করলে বা কোন বৈদেশিক সাহায্য গ্রহণ করার সাথে সাথে নিবন্ধন কর্তৃপক্ষকে অবহিত করা হবে মর্মে অঙ্গিকার নামা-১ কপি।


নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমূহের করণীয়

  • প্রত্যেক সাধারণ সদস্যের পাসপোর্ট আকারের ছবি সদস্য ভর্তি ফরমে সংস্থার কার্যালয়ের নথিতে সংরক্ষণ, যাতে তদন্তকালীন সময়ে তদন্ত কর্মকর্তাকে প্রদর্শন করা যায়।
  • প্রত্যেক রেজিষ্ট্রিকৃত সংস্থার নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত প্রকারে পরীক্ষিত হিসাব রাখা;
  • নির্ধারিত সময়ে ও পদ্ধতিতে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট সংস্থার সাধারণ ব্যবস্থাপনা, আলোচ্য বছরে সম্পাদিত সেবা কার্যাবলীর প্রকৃতি ও ব্যাপকতার বিস্তারিত বিবরণ;
  • উহার সমর্থনে প্রয়োজনীয় তথ্যাদি ও পরবর্তী বৎসরের কর্মসূচী সম্বলিত বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব দাখিল এবং সর্বসাধারণের অবগতির জন্য তা প্রকাশ;
  • নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদিত ব্যাংক বা ব্যাংকসমুহে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক সমুদয় অর্থ পৃথকভাবে সংস্থার নিজ নামে জমা রাখা;
  • আইন অনুযায়ী নিবন্ধন কর্তৃপক্ষ অথবা তৎকর্তৃক এতদসম্পর্কে যথাযথভাবে ক্ষমতা প্রদত্ত যে কোন অফিসার সঙ্গত যে কোন সময়ে সংস্থার হিসাব-নিকাশের বই ও অন্যান্য নথিপত্র, সংস্থার ঋণপত্রসমুহ, নগদ টাকা সহ অন্যান্য সম্পত্তি এবং তৎসংক্রান্ত সকল দলিল-দস্তাবেজ পরীক্ষা করতে পারেন বলে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করা;
  • সংস্থার প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হলে সাত দিনের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষকে অবহিতকরণ।


অনিয়মের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ

  • নিবন্ধনপ্রাপ্ত কোন সংস্থা তার তহবিলের সম্পর্কে কোন অনিয়মানুবর্তিতা বা তার কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে কোন কুশাসনের জন্য দায়ী অথবা অধ্যাদেশের বিধানাবলী বা তদধীনে প্রণীত বিধিসমুহ পালনে ব্যর্থ হলে কর্তৃপক্ষ লিখিত আদেশ বলে পরিচালকমন্ডলীকে সামায়িকভাবে বরখাস্ত করবে;
  • পরিচালকমন্ডলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হলে, নিবন্ধন কর্তৃপক্ষ একজন প্রশাসক অথবা অনধিক পাঁচ ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি তত্ত্বাবধায়কমন্ডলী নিয়োগ করবে।
  • প্রশাসক বা তত্ত্বাবধায়কমন্ডলীর সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পরিচালকমন্ডলীর সমুদয় কর্তৃত্ব ও ক্ষমতা থাকিবে;
  • নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক সাময়িক বরখাস্তের আদেশ সরকার কর্তৃক পাঁচ ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি পর্ষদের নিকট পেশ করবে। পর্ষদ পরিচালকমন্ডলীকে পুনর্বহাল অথবা উহার বিলুপ্তি এবং পুনর্গঠন সম্পর্কে আদেশ দান করিতে পারিবে।
  • নিবন্ধন প্রাপ্ত কোন সংস্থা তার গঠনতন্ত্রের প্রতিকূল অথবা অধ্যাদেশের বিধানাবলী বা তদধীন প্রণীত বিধিসমূহের পরিপন্থী, অথবা জনগণের স্বার্থ বিরোধী কোন কাজ করলে নিবন্ধন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংস্থাকে নিজ বিবেচনায় সংগত শুনানীর সুযোগ দান করে, সরকারের নিকট একটি রিপোর্ট দান করবে।
  • উক্ত রিপোর্ট বিবেচনা করে সরকার সংস্থাটি বিলুপ্ত করতে পারবে।


নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র

  • স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন প্রদানে কোন অনিয়ম হলে তা কর্তৃপক্ষকে অবহিত করা;
  • নিবন্ধন প্রাপ্ত কোন সংস্থা কোন অনিয়ম করলে তা কর্তৃপক্ষকে অবহিত করা;
  • নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমূহের উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট থাকা ও তাদের সহযোগিতা করা।


সেবা প্রদানের সময়সীমা

  • নিবন্ধন- প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আবেদনপত্র প্রাপ্তির পর ২০ কর্ম দিবস।
  • নামের ছাড়পত্র- প্রয়োজনিয় কাগজপত্রাদিসহ আবেদনপত্র প্রাপ্তির পর ২ কর্ম দিবস
  • কার্যকরী কমিটি অনুমোদন- প্রয়োজনিয় কাগজপত্রাদিসহ আবেদনপত্র প্রাপ্তির পর ১০ কর্ম দিবস;
  • কার্য এলাকা সম্প্রসারণ- প্রয়োজনিয় কাগজপত্রাদিসহ আবেদনপত্র প্রাপ্তির পর ৩০ কর্ম দিবস;
  • অভিযোগ নিস্পত্তি- অভিযোগ প্রাপ্তির পর ৩০ কর্ম দিবস;


যার সাথে যোগাযোগ করতে হবে

  • সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা অফিসার;
  • উপপরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদফতর;
  • সদর কার্যালয়ের স্বেচ্ছাসেবী সংস্থা (রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্র) শাখার উপপরিচালক/সহকারী পরিচালক/সমাজসেবা অফিসার (রেজি:);
  • পরিচালক (কার্যক্রম), সমাজসেবা অধিদফতর;
  • মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর।


নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার তালিকা:

ক্রম.

বিভাগ

সক্রিয় সংস্থার তালিকা

সক্রিয় এতিমখানার তালিকা

বরিশাল

ডাউনলোড

ডাউনলোড

চট্টগ্রাম

ডাউনলোড

ডাউনলোড

ঢাকা

ডাউনলোড

ডাউনলোড

খুলনা

ডাউনলোড

ডাউনলোড

রাজশাহী

ডাউনলোড

ডাউনলোড

রংপুর

ডাউনলোড

ডাউনলোড

সিলেট

ডাউনলোড

ডাউনলোড


নিবন্ধন বাতিলকৃত স্বেচ্ছাসেবী সংস্থার তালিকা:

ক্রম.

বিভাগ


বরিশাল

ডাউনলোড

চট্টগ্রাম

ডাউনলোড

ঢাকা

ডাউনলোড

খুলনা

ডাউনলোড

রাজশাহী

ডাউনলোড

রংপুর

ডাউনলোড

সিলেট

ডাউনলোড